১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৪

ঝিনাইদহ থেকে ৫ জঙ্গি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার (০২ জুন) ভোরে ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া-চুয়াডাঙ্গা গ্রামের জঙ্গি আস্তানা থেকে ৫ নব্য জেএমবি জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।
এরা হলেন, চুয়াডাঙ্গা খালপাড়া এলাকার মৃত আহমেদ সরদারের ছেলে মো. আব্দুল লতিফ (৩৬), গয়েশপুর মাস্টারপাড়ার মৃত আ. সামাদের ছেলে কাওসার জিন্নুরাইন ওরফে লাল্টু (৩৭), চুয়াডাঙ্গা মাছপাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে সাহেব আলী (৪৮), চুয়াডাঙ্গার মসজিদপাড়ার মৃত কিনার আলী বিশ্বাসের ছেলে মো. শাহিনুর জামান ওরফে শাহিন (২৫) ও পোড়াহাটি মসজিদপাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আল আমিন ইসলাম (২০)।
ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ জানান, ঝিনাইদহ জেলার সদর থানাধীন চুয়াডাঙ্গা, পোড়াহাটি গ্রাম ও ঝিনাইদহ পাগলা কানাই এলাকায় জঙ্গি অভিযান পরিচালনা করে জঙ্গি সংগঠন জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের এসব সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা গত ০৭ মে ঝিনাইদহ বজ্রাপুর জঙ্গি আস্তানায় নিহত আব্দুল্লাহ, তুহিন ও পলাতক আসামি লিমনের ঘনিষ্ঠ সহযোগী।
দৈনিক দেশজনতা /এমএম
প্রকাশ :জুন ২, ২০১৭ ৩:২০ অপরাহ্ণ