২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনিদের ওপর নিষ্ঠুর হামলায় ঘটনায় ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে তুরস্ক। ইসরাইলের গুলিতে ৬০জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর রাষ্ট্রদূতকে তলব করে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানায়।

তিনি বলেন, জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাসের উস্কানিমূলক উদ্বোধনীর প্রতিবাদে হতাহতরা শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী তাদের ওপর যে ভয়াবহ আগ্রাসন চালিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।

শুক্রবার ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে এ পর্যন্ত ৬০ জন নিহত ও দুই হাজার ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন।

সোমবার মার্কিন প্রতিনিধি এবং ইসরাইলি নেতাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দূতাবাস উদ্বোধন করা হয়।আনাদলু এজেন্সি

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :মে ১৫, ২০১৮ ৯:০৯ অপরাহ্ণ