১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৬

খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির দাবিতে ১৩০১ চিকিৎসকের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক:

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ১ হাজার ৩০১ জন চিকিৎসক। এক বিবৃতিতে তারা অবিলম্বে খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়ে বলেছেন, অন্যথায় এর দায়-দায়িত্ব বর্তমান সরকারকেই নিতে হবে।

কোমরের সমস্যার কারণে তার শরীরের বাম পাশ ও বাম পায়ের তীব্র ব্যথা ধীরে ধীরে নিচের দিকে নামছে। তিনি হাঁটাচলাও করতে পারছেন না।

বিবৃতিতে স্বাক্ষর করেন- অধ্যাপক ডা. মবিন খান, অধ্যাপক ডা. বায়েছ ভূঁইয়া, অধ্যাপক ডা. সিরাজউদ্দিন আহমদ, অধ্যাপক ডা. আবদুল মান্নান মিয়া, অধ্যাপক ডা. মিজানুর রহমান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. আবদুল কুদ্দুস, অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা, অধ্যাপক ডা. এ এস এম এ রায়হান, অধ্যাপক ডা. ফিরোজা বেগম, অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. খাদিজা বেগম, অধ্যাপক ডা. এ কে এম ফজলুল হক, অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ।

বিবৃতিতে তারা অভিযোগ করেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার জন্য বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বর্তমান সরকার।

খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীই শুধু নন, তিনি প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী। তিনি রাষ্ট্রের একজন সিনিয়র সিটিজেন। তাই অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান চিকিৎসকরা।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ১৫, ২০১৮ ৮:৪১ অপরাহ্ণ