১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩১

প্রধানমন্ত্রীর বিমানে গোলযোগ, প্রকৌশলীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে বিমানের প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- বিমানের জুনিয়র টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার অফিসার নাজমুল হক ও জুনিয়র টেকনিশিয়ান শাহ আলম।

চলতি বছরের ৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় ১১ আসামিকে অব্যাহতি দেন আদালত।তবে অব্যাহতি পাওয়া আসামিদের মধ্যে ওই তিনজনের দায়িত্বে অবহেলার কারণে দণ্ডবিধি ২৮৭ ধারায় প্রসিকিউশন দাখিলের অনুমতি দেয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে (বোয়িং-৭৭৭) যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

এ কারণে তুর্কমেনিস্থানে জরুরি অবতরণ করে বিমানটি। প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটির ওই ঘটনায় ওই বছরের ২০ ডিসেম্বর রাতে সংস্থার পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) উইং কমান্ডার (অব.) এমএম আসাদুজ্জামান বাদী হয়ে বিমানবন্দর থানায় এ মামলাটি দায়ের করেন।

দণ্ডবিধির ১০৯, ১১৮, ১২০ (খ), ২৮৭ ও বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় মামলাটি দায়ের করা হয়। তদন্তে শেষে দাখিল করা এফআরটিতে মোট ১১ আসামির কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাদের সবাইকে অব্যাহতির সুপারিশ করা হয়।

তবে দায়িত্বে অবহেলার কারণে ওই তিনজনের বিরুদ্ধে দণ্ডবিধির ২৮৭ ধারায় প্রসিকিউশন দাখিলের সুপারিশ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মাহবুবুল আলম মামলাটি তদন্ত করেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ১৫, ২০১৮ ৯:২১ অপরাহ্ণ