১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৪

ইরাকে মার্কিন নেতৃত্বধীন জোটের বিমান হামলায় নিহত ১২০ জন

আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের মসুলে মার্কিন নেতৃত্বধীন জোটের বিমান হামলায় ১২০ জন বেসামরিক মারা গেছে। আটকা পড়ে আছে ২ লাখ বেসামরিক মানুষ। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এ ব্যাপারে ইরাকি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মাধি আব্বাস বলের, ‘আমরা জিনজিল এলাকায় আইএসকে প্রতিহত করার চেষ্টা করছি। আমরা তাদের অনেক গাড়িবোমা ও বাড়ি ধ্বংস করেছি। এছাড়া অনেক বেসামরিককে পালিয়ে যেতে সাহায্য করেছি আমরা। ’

মার্কিন জোট নিয়ন্ত্রিত অপারেশন ইনহেরেন্ট রিজলভ অফিস থেকে এক বিবৃতিতে আরো জানানো হয়, ইরাকি বাহিনী ও মার্কিন জোট বেসামরিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। আইএস জঙ্গিরা স্নাইপারের মাধ্যমে পালাতে চাওয়া বেসামরিকদের লক্ষ্য করছে। তাদের কাছ থেকেই শহর পুনরুদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। বেসামরিক হত্যার অভিযোগ গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং এগুলো তদন্ত করে দেখা হবে। জানা গেছে, মসুল দখল ধরে রাখতে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আইএস। এজন্য মসুলের গ্র্যান্ড নুরি মসজিদের চারপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে তারা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২, ২০১৭ ১:৫১ অপরাহ্ণ