১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৩

সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকবে রাশিয়া আশ্বাস পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক:

বর্তমানে রাশিয়া সফরে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মোদি। বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি সই হয়েছে। এর মধ্যে অন্যতম তামিলনাড়ুতে দেশের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র কুদানকুলামের শেষ দু’টি চুল্লি নির্মাণে মস্কোর সহযোগিতা। জানা যায়, ভারত-রাশিয়া সম্পর্কে আস্থার ভিত আগের মতোই অটল আছে বলে মোদিকে আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এছাড়া, সন্ত্রাসের সঙ্গে যুদ্ধে ভারতের পাশে রাশিয়া থাকবে বলেও জানান তিনি।প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তা নিয়ে উদ্বিগ্ন ভারত। যদিও পুতিন আশ্বাস দিয়েছেন ভারতের সঙ্গে রাশিয়ার সামরিক সম্পর্ক যতটা গভীর, ততটা আর কারো সঙ্গে নয়।  আজ শুক্রবার সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বিশেষ অতিথি হবেন নরেন্দ্র মোদী। এ সম্মেলনে অংশ নেবেন দেশের প্রায় ৬০জন শীর্ষ শিল্পপতি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২, ২০১৭ ১:৫৯ অপরাহ্ণ