১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৭

রিয়াল মাদ্রিদকে হারিয়ে ইতিহাস গড়বে জুভেন্তাস আশাবাদ জিয়ানলুইজি বুফন

স্পোর্টস ডেস্ক:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আগামী ৪ জুন রিয়াল মাদ্রিদকে হারিয়ে ইতিহাস গড়বে জুভেন্তাস। বৃহস্পতিবার এমন আশাবাদ প্রকাশ করেছেন দলটির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তবে তিনি মনে করছেন, জুভেন্তাসের ইতিহাস গড়ার পথে বাধা হতে পারেন মাদ্রিদের স্ট্রাইকাররা। তাই ক্রিস্তিয়ানো রোনালদো-করিম বেনজেমা-গ্যারেথ বেলদের প্রতি আলাদা নজর দিতে দলের অন্যান্যদের পরামর্শ দিয়েছেন।  চলতি মৌসুমে এরই মধ্যে ইতালিয়ান লিগ শিরোপা ‘স্কুদেত্তো’ ও কোপা ইতালিয়ার শিরোপা জিতেছে জুভেন্তাস। আগামী শনিবার রাতে কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। রোনালদোদের হারাতে পারলে দ্বিতীয় ইতালিয়ান ক্লাব হিসেবে মর্যাদাপূর্ণ ‘ট্রেবল’ জয়ের ইতিহাস গড়বে জুভেন্তাস। ২০১০ সালে ইন্তার মিলান প্রথমবারের মতো এই কীর্তি গড়েছিল।

দুই মৌসুম আগেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল জুভেন্তাস। তবে বার্সেলোনার কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। তবে এবারে কোনো ভুল করতে চান না দলটির অধিনায়ক বুফন। ইতালির টেলিভিশন চ্যানেল প্রিমিয়াম স্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। দুই বছর আগে বার্সেলোনা আর চৌদ্দ বছর আগে মিলানের (এসি) বিপক্ষে যেমনটা হয়েছিল। আসল কথা হলো আমরা দুই বছর পর আবার এরকম একটা পর্যায়ে এসেছি এবং ইতালি ও ইউরোপের ক্লাব ফুটবলে ইতিহাস তৈরি করার সুযোগ পেয়েছি।’ এর আগে আটবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে জুভেন্তাস। তবে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে মাত্র দুবার। সর্বশেষটি ১৯৯৫-৯৬ মৌসুমে। ইতালিয়ান লিগ ‘সিরি আ’তে অবশ্য অপ্রতিরোধ্য তারা। তুরিনোর ওল্ড লেডিরা চলতি মৌসুম নিয়ে টানা ছয়বার লিগ শিরোপা ঘরে তুলেছে। সাফল্যের ধারাটাকে এবার ইউরোপ সেরার মঞ্চে টেনে নিতে চায় জুভেন্তাস। তবে কাজটা সহজ নয়। কারণ প্রতিপক্ষ বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড এগারোবারের চ্যাম্পিয়ন।

মদ্রিদের তারকাদের নিয়ে সতর্ক ৩৯ বছর বয়সী বুফন জানিয়েছেন, ‘এমন একটা ফাইনালের কয়েক ঘণ্টা আগে থেকেই মনোযোগটা বেশ উঁচু মাত্রায়ই রাখতে হয়। প্রতিপক্ষ যেই হোক না কেন। আর যদি আপনার সামনে রোনালদো, বেনজেমা অথবা বেলের মতো বড় তারকা থাকেন তবে তাদের ওপর আরও বেশি মনোযোগ দিতে হবে।’২২ বছরের পেশাদারী ক্যারিয়ারে বিশ্বকাপ ফুটবলসহ অনেক শিরোপা জিতেছেন বুফন। তবে ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এখনো তার হাতে ওঠেনি। এবার সেই দীর্ঘ প্রতিক্ষার ইতি টানতে চান তিনি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২, ২০১৭ ১২:৫৯ অপরাহ্ণ