১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১১

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে থাকছেন কি না তা নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক:

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গ্যারেথ বেলের চলতি মৌসুমটা কেটেছে দুঃস্বপ্নের মতো। কোচ জিনেদিন জিদান যেন আস্থা হারিয়ে ফেলেছেন তার ওপর থেকে। সঙ্গে চোট তো রয়েছেই। ফলে পুরো মৌসুম রিয়ালের শুরুর একাদশে বেল ছিলেন অনিয়মিত। গ্যালাক্টিকোদের হয়ে সবচেয়ে বাজে মৌসুমটাই এবার কাটিয়েছেন বেল। শনিবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্তাসের মুখোমুখি হবে রিয়াল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেলের মাতৃভূমি ওয়েলসের কার্ডিফে। তবে ফাইনালে মাঠে নামার সুযোগ বেল পাবেন কি না তা নিয়ে রয়েছে শঙ্কা।  চলতি মৌসুমের শুরুতে গোড়ালির অপারেশন করিয়েছিলেন বেল। তবে অপারেশনের ধকল থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। যার ফলে বছরজুড়েই ছোট-খাটো অনেক চোটে আক্রান্ত হয়েছেন তিনি। চোটের কারণে গেল ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি। এখন সুস্থ হয়ে অনুশীলন করছেন পুরোদমে। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তিনি খেলবেন, এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রিয়াল কোচ জিদান চলতি মৌসুমে ৪-৪-২ ফর্মেশন ব্যবহার করেছেন অধিকাংশ ম্যাচে। তাতে দারুণ সাফল্য মিলেছে। স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছে দলটি। উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও। জিদানের এই ফর্মেশনে বেলের চেয়ে স্পেনের তারকা ইস্কো বেশি উপযুক্ত। ফলে চলতি মৌসুমে মূল একাদশে জায়গা পেতে ইস্কোর সঙ্গে লড়াই করতে হয়েছে ওয়েলস অধিনায়ককে। তাছাড়া গেল কয়েক ম্যাচের পরিসংখ্যান বিচারে রিয়ালের সেরা পারফরমার ক্রিস্তিয়ানো রোনালদো ও ইস্কো। শনিবার ইস্কো শুরুর একাদশে থাকলে বেলের জায়গা নিশ্চিতভাবেই হবে বেঞ্চে। তবে রিয়ালের বদলি খেলোয়াড়দের তালিকায় আছেন হামেস রদ্রিগেজ, আলভারো মোরাতা মতো তারকা। উঠতি প্রতিভা মার্কো আসেনসিও, লুকাস ভাস্কেজেরাও মূল একাদশের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন। ফলে ফাইনালে বদলি হিসেবে বেলের মাঠে নামাটাও সংশয়ের বেড়াজালে বন্দী।   তবে শুধু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা নয়, রিয়ালের জার্সিতে বেলের ভবিষ্যতটাই এখন শঙ্কার মুখে। এরই মধ্যে রিয়ালে বেলের শেষ দেখে ফেলেছেন অনেকে! স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কাতে গেল সোমবার প্রকাশিত এক লেখার শিরোনামই তো ছিল, ‘এবং যদি বেলকে বিক্রি করাটা মোটেও খারাপ সিদ্ধান্ত না হয়?

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২, ২০১৭ ১২:৫৪ অপরাহ্ণ