১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

সাভারে ডায়িং কারখানায় অগ্নিকাণ্ডে আহত ৬ জন

নিজস্ব প্রতিবেদক:

সাভারে পাকিজা ডায়িং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে আট টার দিকে মজিদপুর এলাকায় পাকিজা ডায়িং লিমিটেডে এই আগুনের উৎপত্তি ঘটে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, কারখানাটির দ্বিতীয় তলার একটি কেমিক্যাল গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য স্থানে। সংবাদ পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

আগুনের তীব্রতা বেশী হওয়ায় ডিইপিজেড, মোহাম্মদপুর, ধামরাই থেকে আরো সাতটি ইউনট তাদের সঙ্গে যোগ দেয়। এখন পর্যন্ত এ ঘটনায় ৬ জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আর কোন শ্রমিক ভিতরে আটকা পড়েনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২, ২০১৭ ১২:৪৬ অপরাহ্ণ