১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৯

দীপিকাকে ডাইনোসরের সঙ্গে তুলনা

বিনোদন ডেস্ক:

দীপিকা পাড়ুকোনের কান চলচ্চিত্র উৎসবের সাজ দারুণ পছন্দ হয়েছে রণবীর সিং-এর। প্রেমিকার ছবি দেখে ইনস্টাগ্রামে প্রশংসায় ফেটে পড়েছেন তিনি। কিন্তু টুইটারের অনুসরণকারীরা অতটা মুগ্ধ নন। দীপিকার সাজপোশাকের সঙ্গে বরং ডাইনোসরের মিল পেয়েছেন তারা।

এবিপি আনন্দ জানায়, ফ্রিল দেওয়া গোলাপি গাউন পরে কানের লাল কার্পেটে হাঁটেন দীপিকা, সেই গাউনে আবার ডানার মতো হাতা। তার সামনে পা খোলা কিন্তু পিছনে দীর্ঘ, ভারী ঘের। এ ছবি দেখে টুইটার বলছে, অন্য কিছু নয়, জুরাসিক পার্কের সেই বিষ ছেটানো হিংস্র ডাইনোসর ডাইলোফোসরাস থেকে দীপিকা অনুপ্রেরণা পেয়েছেন!

ভালো করে দেখলে বুঝবেন, খুব একটা ভুলও বলছে না টুইটার। ১৯৯৩ সালের ওই ছবিতে বিষ থুতু ছেটানো ডাইলোফোসরাস গিলে খেয়েছিল কম্পিউটার প্রোগ্রামার ডেনিস নেড্রিকে। তার সঙ্গে দীপিকার পোশাকের মিল চোখে পড়ার মতো।

দীপিকার ড্রেস সেন্স অবশ্য এর আগেও সমালোচিত হয়েছে। ২০১৬ সালে এমটিভি এমা ও অল্পদিন আগে নিউ ইয়র্কে মেট গালাতেও তার পোশাক-আশাক দেখে মুখ বেঁকিয়েছিলেন সমালোচকরা।

প্রকাশ :মে ১৪, ২০১৮ ২:২১ অপরাহ্ণ