১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৯

চট্টগ্রামে যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৯

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় যাকাত ও ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৪০ জন। নিহত ৯ জনের মধ্যে ৭ জন নারী। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

আজ সোমবার দুপুর ১টার দিকে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরুল আলম মিনা বলেন, ‘কেএসআরএম গ্রুপ এ যাকাত ও ইফতার সামগ্রী দিচ্ছিলেন। এসময় পদদালিত হয়ে এ নিহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে ‘

বিস্তারিত আসছে…

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১৪, ২০১৮ ১:৫৮ অপরাহ্ণ