১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১২

বেনাপোল বন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ

খুলনা প্রতিনিধি:

ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্যের আমদানি-রফতানি সোমবার দিনভর বন্ধ রাখা হয়েছে।  তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত ও বেনাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম সচল রয়েছে।

এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দর আমদানি-রফতানি সমিতির সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক বলেন, ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সেখানে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দর দিয়ে কোনো পণ্য বেনাপোল বন্দরে ঢুকছে না। বেনাপোল বন্দর থেকেও কোনো পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করেনি। মঙ্গলবার  সকাল থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে বাণিজ্য শুরু হবে বলে জানিয়েছেন ওপারের ব্যবসায়ী নেতারা।

এছাড়া বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ভারতে নির্বাচনের কারণে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও এপথে দু -দেশের মধ্যে পাসপোট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মে ১৪, ২০১৮ ১:৫১ অপরাহ্ণ