১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৫

ইরান পারমাণবিক চুক্তিতে থাকবে: রুহানি

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পরমাণু ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও ইরান। আর তারই জের ধরে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, পারমাণবিক চুক্তির স্বার্থ সুরক্ষিত হলে তেহরান চুক্তিতে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র নিজেকে চুক্তি থেকে প্রত্যাহার করে নৈতিকতা লঙ্ঘন করেছে। রবিবার শ্রীলঙ্কারর প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেছেন।

এ সময় রুহানি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রত্যাহার নৈতিকতার লঙ্ঘন, রাজনীতি ও কূটনীতিকে সঠিক পথে পরিচালনার বিরোধী এবং আন্তর্জাতিক নিয়মের বিরুদ্ধে।’ তিনি বলেন, ‘অবশিষ্ট পাঁচটি দেশ যদি চুক্তি মেনে চলে তাহলে আমেরিকার ইচ্ছা না থাকলেও ইরান চুক্তিতে থাকবে।’

উল্লেখ্য, ২০১৫ সালে তেহরানের পরমাণবিক অস্ত্র উৎপাদন ঠেকাতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়ার চুক্তি হয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সাল থেকেই একে ‘বাজে চুক্তি’ আখ্যা দিয়ে আসছিলেন। আর তারই জের ধরে গত মঙ্গলবার তিনি চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১৪, ২০১৮ ২:০২ অপরাহ্ণ