১৮ই জানুয়ারি, ২০২৬ ইং | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:৪৪

ইন্দোনেশিয়ায় পুলিশ সদর দপ্তরে হামলা: নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক:

রোববার ৩টি গীর্জায় সিরিজ হামলার পর এবার ইন্দোনেশিয়ায় পুলিশ সদর দপ্তরে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা জানানো হয়নি। সোমবার দেশটির দ্বিতীয় বড় শহর সুরাবায়ার পুলিশ সদর দপ্তরে এ বোমা হামলা চালানো হয়।
পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মাঞ্জারা গণমাধ্যমকে জানান, এটা পরিষ্কার যে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। তিবি বলেন, আমরা এখনো সব কিছু প্রকাশ করতে পারছি না। কারণ, শনাক্তের কাজটি এখনো চলছে। তিনি আরও বলেন, বোমা হামলার ঘটনাটি ভবনের বাইরের একটি চেকপোস্টে ঘটেছে। হতাহতের সংখ্যাটা এখনো জানা যায়নি।
সূত্র: রয়টার্স

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১৪, ২০১৮ ৯:৫৫ পূর্বাহ্ণ