১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩১

প্রজ্ঞাপনের দাবিতে চবির শাটল ট্রেন অবরোধ

চট্টগ্রাম প্রতিনিধি: 

প্রজ্ঞাপন জারির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৮টার ট্রেন ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেয়নি তারা। অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি অংশ হিসেবে সকাল থেকে শিক্ষার্থীরা নগরের ষোলশহর স্টেশনে অবস্থান নেয়। তারা রেললাইন অবরোধ করে রাখে। ফলে বন্ধ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় রোডে শাটল ট্রেন চলাচল।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, তাদের বুঝিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। স্টেশন চত্বরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। শিক্ষার্থীরা আমাদের অনুরোধ মানছেন না। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্ববায়ক আনোয়ার হোসাইন বাংকে বলেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা ক্লাস-বর্জনের কর্মসূচি অব্যাহত পর্যন্ত আন্দোলন চলবেই। আমাদের এ আন্দোলন দাবি আদায়ের আন্দোলন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মে ১৪, ২০১৮ ৯:৫৯ পূর্বাহ্ণ