১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১০

চীনে রেল টানেলে প্রাণহানি বিস্ফোরণ ১২ জনের

নিজস্ব প্রতিবেদক

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দ্রুতগামীর রেল টানেলে বিস্ফোরণে ১২ শ্রমিকের প্রাণহানি হয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।

উদ্ধারকর্মীরা ১৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে ধ্বংস্তুপের ভেতর থেকে লাশগুলো উদ্ধার করে। খবর সিনহুয়া’র।

টানেলে গ্যাস পূর্ণ হয়ে এই বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন আহত ও ১২ জন আটকা পড়েছে।

গুইঝৌ প্রদেশে এই ঘটনা ঘটেছে।

দুই হাজারের বেশি উদ্ধারকর্মী ধ্বংসস্তুপের মধ্যে জীবিতদের সন্ধানে তল্লাশী চালিয়েছে। বুধবার ভোর পৌনে পাঁচটায় অভিযান শেষ হয়।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

প্রকাশ :মে ৪, ২০১৭ ১১:২৮ পূর্বাহ্ণ