১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৪

শামসুল আলামিন রিয়েল এস্টেটের রোড শো সন্ধ্যায়

অর্থনৈতিক প্রতিবেদক :

বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসতে রোড শোর আয়োজন করেছে শামসুল আলামিন রিয়েল এস্টেট।

এ উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে রোড শো অনুষ্ঠিত হবে। কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) বিকাশ চন্দ্র সাহা এ তথ্য জানিয়েছেন।

কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব নিয়েছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড। রেজিস্ট্রার টু দি ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

অ্যালায়েন্স ক্যাপিটালের কর্মকর্তা সুমিত পোদ্দার বলেন, ‘শামসুল আলামিন রিয়েল এস্টেট কোম্পানিকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করতে আমরা কাজ করছি। আইন অনুযায়ী, বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আর্থিক প্রতিবেদন তুলে ধরার বাধ্যবাধকতা রয়েছে। এরই অংশ হিসেবে আজ বুধবার রোড শো অনুষ্ঠিত হবে।’

কোম্পানির রোড শোতে অংশ নেবে মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলারস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিকগনাইজড পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠান।

প্রকাশ :মে ৪, ২০১৭ ১১:৩১ পূর্বাহ্ণ