১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৬

কূটনীতিকদের সাথে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

গুলশানে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সাথে ঢাকায় অবস্থানরত বিদেশী কূটনীতিকদের বৈঠক শুরু হয়েছে। রবিবার (১৩ মে) বিকেল সোয়া চার টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে খালেদা জিয়ার সাজা ও জামিন, তার অসুস্থতা, ১৫ মে হতে যাওয়া খুলনা সিটি নির্বাচন এবং সমসাময়িক রাজনীতির বিষয়ে অবহিত করা হবে বলে বিএনপির একটি সূত্র জানিয়েছে।

বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আবদুল মইন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা  রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, এছাড়াও আছেন নির্বাহী কমিটির সদস্য জেবা খান, তাবিথ আউয়াল, ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিদেশী কূটনীতিকদের মাঝে উপস্থিত আছেন কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া,  পাকিস্তান, ভারতীয় দূতাবাসের কর্মকর্তা শান্তনু মুখার্জি, আমেরিকা, নরওয়ে, ব্রিটেন, ইউএনডিপি, স্পেন, জাপান, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা এবং দূতাবাসের ডেপুটি ও কর্মকর্তারা।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :মে ১৩, ২০১৮ ৫:৪৭ অপরাহ্ণ