১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৬

সাবরি’র ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইলি গোয়েন্দা বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:

জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদের ইমাম শেখ ইকরেমা সাবরি’র ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দখলদার ইসরাইলি গোয়েন্দা বাহিনী। তাকে চার মাসের জন্য অধিকৃত পশ্চিম তীরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

গতকাল শনিবার (১২ মে) একটি কোর্ট আদেশের মাধ্যমে ইসরাইলি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করে।

ইমাম সাববির ছেলে আম্মার জানান, গতকাল সকালে তার বাবাকে জেরুজালেমে পুলিশ হেডকোয়ার্টারে ডেকে পাঠানো হয়।

তিনি বলেন, ‘সেখানে গেলে ইসরাইলি কর্তৃপক্ষ পশ্চিম তীরে চার মাসের জন্য প্রবেশের নিষেধাজ্ঞা সম্বলিত একটি কোর্ট আদেশ তার হাতে ধরিয়ে দেন।’

ইসরাইলের নিরাপত্তার জন্য ক্ষতিকর- এমন সংগঠনের সঙ্গে সন্দেহভাজন সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

এর আগে, চলতি মাসের শুরুতে সাবরিকে এক মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইসরাইল।

প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টারকে ইমাম বলেন, ‘নির্যাতনমূলক, অবৈধ এবং স্বেচ্ছাচারী নিষেধাজ্ঞা আরও চার মাসের জন্য নবায়ন করল দখলদার ইসরাইল।’

তিনি  জানান, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে এ ধরনের আদেশ পাঁচবার দেয়া হলো।

আল আকসা মসজিদকে রক্ষা করতে এবং দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সাবরি দীর্ঘ দিন ফিলিস্তিনিদের আহ্বান জানিয়ে আসছেন। সূত্র: মিডল ইস্ট মনিটর।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১৩, ২০১৮ ৫:৪১ অপরাহ্ণ