১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৯

জিম্বাবুয়ে ক্রিকেটারদের সিরিজ বয়কটের হুমকি!

স্পোর্টস ডেস্ক:
বেশ কয়েক বছর যাবতই আর্থিক সংকটে আছে জিম্বাবুয়ে ক্রিকেট। ঠিক মতো বেতন ভাতা পাচ্ছে না দলের ক্রিকেটার ও স্টাফরা। তাই এবার আসন্ন অস্ট্রেলিয়া ও পাকিস্তান সিরিজে না খেলার হুমকি দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটাররা। বেশ কয়েক মাস ধরে পারিশ্রমিক না পাওয়া ক্রিকেটাররা বলেছে, বোর্ড যদি তাদের পাশে না দাঁড়ায় এবং বকেয়া পাওনা কবে দেয়া হবে সে বিষয়ে পরিস্কার না করে তবে তারা আসন্ন সিরিজ দুটি খেলবে না।
 খেলোয়াড়দের পক্ষের আইনজীবী গেরাল্ড এমলতসোভা জিম্বাবুয়ে ক্রিকেট ও আইসিসি উভয়ের কাছে এ বিষয়ে চিঠি দেয়া হয়েছে। চিঠিতে দেনা পাওনা বিষয়ে আগামী ১৬ মে’র মধ্যে পরিস্কার সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।
কতিপয় খেলোয়াড় ২০১৭ সালের শ্রীলঙ্কা সফর থেকে বেতন-ভাতা পাচ্ছেন না এবং বোর্ডের কাছে তাদের পাওনা ৬০ হাজার ডলারের বেশি বলে জানা গেছে। দুই সপ্তাহ আগে জিম্বাবুয়ে ক্রিকেট আইসিসির কাছে অগ্রিম তহবিল চেয়ে আবেদন করেছিল। তবে সে তহবিলও পায়নি তার।

দৈনিক দেশজনতা/ এন আর

 

প্রকাশ :মে ১৩, ২০১৮ ৫:৪৮ অপরাহ্ণ