২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩৮

৪৩ শিক্ষকের কাছে ৪০ লাখ টাকা চাঁদা দাবি

অনলাইন ডেস্ক:

নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পরিচয়ে যশোর জিলা স্কুলের ৪৩ শিক্ষকের কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দিলে হত্যা, ছেলেমেয়েদের অপহরণের হুমকিও দেওয়া হয়েছে।

যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ কে এম গোলাম আজম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয়ে এক ব্যক্তি গত বৃহস্পতিবার তাঁর মোবাইল ফোনে কল দিয়ে যশোর জিলা স্কুলের নারী শিক্ষক বাদে বাকি শিক্ষকদের মোবাইল ফোন নম্বর, ঠিকানা ও বেতন স্কেল জানতে চায়। কিন্তু তিনি বাইরে থাকায় এ ব্যাপারে তাঁকে সহকারী প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

সহকারী প্রধান শিক্ষক শুয়াইব হোসেন বলেন, তাঁর কাছেও ওই ব্যক্তি ফোন করে জানতে চান যে প্রধান শিক্ষক তাঁকে কিছু বলেছেন কি না। তিনি হ্যা বললে ওই ব্যক্তি তাঁর কাছে ৪৩ জন শিক্ষকের নাম, ঠিকানা, মোবাইল ফোন নম্বর ও বেতন স্কেল জানতে চান। তিনি দীর্ঘ সময় ধরে মোবাইল ফোনেই তাঁকে এসব তথ্য দেন।

এরপর শুক্রবার সকাল থেকে এসব শিক্ষকের কাছে ফোন আসা শুরু হয়। দুটি মুঠোফোন নম্বর থেকে একে একে শিক্ষকদের কাছে ফোন দিয়ে নিজেকে হাতকাটা বিপ্লব পরিচয় দিয়ে বলা হয়, পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির বেশ কয়েকজন সদস্য দীর্ঘদিন চিকিৎসার কারণে ভারতে ছিলেন। সম্প্রতি তাঁরা দেশে এসেছেন। তাঁদের জন্য ৪০ লাখ টাকা প্রয়োজন (কারো কারো কাছে ২০ লাখ টাকার কথা বলা হয়েছে)। শিক্ষকদের কাছে জানতে চাওয়া হয় যে, তারা কে কত টাকা দিতে পারবেন। টাকা না দিলে হত্যা, এমনকি ছেলেমেয়েদের অপহরণ করা হবে বলেও হুমকি দেওয়া হয়। টাকা পাঠানোর জন্য একটি মুঠোফোন নম্বরে বিকাশ করতে বলা হয়। পর্যায়ক্রমে ফোন দেওয়া হয় শিক্ষক সাজেদুর রহমান, ফজর আলী, নজরুল ইসলাম খান, রুহুল আমীন, হাবিবুল হাসান, শফিয়ার রহমানসহ সবাইকে।

কেউ কেউ ফোন রিসিভ করতে পারেননি। যাদের সাথে কথা হয়েছে, তাঁদের সবাইকে একই ভাষায় টাকা চাওয়া হয়েছে, গালাগালিও করা হয়েছে বলে শিক্ষকরা জানান।

এ ব্যাপারে যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ কে এম গোলাম আজম বলেন, ‘আমাদের স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি যশোরের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। আজ দুপুরে এ ব্যাপারে তাঁর সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১২, ২০১৮ ৪:০৫ অপরাহ্ণ