২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৩৮

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

কারাবিধি অনুযায়ী চিকিৎসকদের পরামর্শে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খুলনায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযোগ সম্পর্কে তিনি বলেন, খুলনায় নির্বাচন সুষ্ঠু করতেই পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।

আজ শনিবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে প্রকৌশলীদের প্রতিনিধি সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যে চিঠি দেওয়া হয়েছে সেটি এখনো তার হাতে পৌঁছায়নি বলেও জানান মন্ত্রী।

বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে আমাদের সরকারের চিকিৎসকরা দেখছেন। তাঁদের পরামর্শ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে তাঁর (বেগম খালেদা জিয়া) স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসা দেওয়া হয়েছে। এ চিকিৎসকরা যদি মনে করেন তাঁর আরো উন্নত চিকিৎসা প্রয়োজন, তাহলে আমরা তাঁদের পরামর্শ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেব।’

আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, ‘কারাগারে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরাও তাঁকে দেখছেন। আমরা তাঁদের সেই সুযোগ করে দিয়েছি। এখন চিকিৎসকদের পরামর্শ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে আমরা শুনেছি। এটা পেলে আমরা কারাবিধি অনুযায়ী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

খুলনায় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে বলে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুলনায় পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। সেখানে পরোয়ানাভুক্ত যেসব আসামি আছে পুলিশ তাঁদের ধরছে। এটা আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই করছে পুলিশ।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। এরপর থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে তাঁকে সেখানে রাখা হয়েছে। এর মধ্যে একবার তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১২, ২০১৮ ৩:৪৫ অপরাহ্ণ