স্পোর্টস ডেস্ক:
ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই আগুনে লড়াই। কিন্তু মাঠের বাইরে এই দুই খেলোয়াড়েরা ঠিক তাঁর উল্টো। একে অপরকে প্রশংসায় ভাসিয়ে দেন। শহীদ আফ্রিদি যেমন বললেন, ক্রিকেট বিশ্বে সবচেয়ে ঠান্ডা মাথার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
কানাডার টরন্টোয় ‘শহীদ আফ্রিদি সিসি’ নামে—নিজের নামে—একটি ক্রিকেট ক্লাব চালু করেছেন পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডার। টরন্টো এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে ক্লাবটি প্রতিদ্বন্দ্বিতা করবে। এ উপলক্ষে ফক্স স্পোর্টস এশিয়ার মুখোমুখি হয়েছিলেন আফ্রিদি। দ্রুত প্রশ্নোত্তর পর্বের এক সাক্ষাৎকারে আফ্রিদি চটপট কিছু জবাব দেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, সবচেয়ে ঠান্ডা মাথার অধিনায়ক কে? আফ্রিদির জবাব, ‘এম এস ধোনি।’
ভারতের সাবেক এই অধিনায়ক তাঁর নেতৃত্বকালীন সময়ে ‘ক্যাপ্টেন কুল’ তকমা পেয়েছিলেন শুধু মাথা ঠান্ডা রেখে দল জেতানোর অবিশ্বাস্য দক্ষতার জন্য। এবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবেও দেখা যাচ্ছে সেই পুরোনো ধোনিকে। তবে ভারতে আফ্রিদির সবচেয়ে পছন্দের ক্রিকেটারটি কিন্তু ধোনি নন, তিনি আফ্রিদির বন্ধুপ্রতিম বিরাট কোহলি। প্রশ্নোত্তর পর্বে আফ্রিদি নিজেই এ কথা বলেছেন।
যদিও আফ্রিদির একটি মন্তব্যে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আঘাত পেতে পারেন। ৩৮ বছর বয়সী পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে জিজ্ঞেস করা হয়েছিল, লারা না টেন্ডুলকার? মানে, ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারের মধ্যে তাঁর পছন্দের ক্রিকেটার কে? আফ্রিদি বেছে নিয়েছেন ক্যারিবীয় কিংবদন্তিকে। ক্রিকেটার না হলে সামরিক বাহিনীতে যোগ দিতেন, এ কথাও জানিয়েছেন তিনি।
ক্রিকেট বিশ্বে কার চুলের ছাঁট সেরা—এ প্রশ্নের জবাবে আফ্রিদি বেছে নিয়েছেন নিজেকেই। দুই কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের মধ্যে তাঁর পছন্দ অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে। ৫ ওভারে ৭৫ রান দরকার, এমন পরিস্থিতিতে উইকেটের অন্যপ্রান্তে কাকে চান—এই প্রশ্নের জবাবে আফ্রিদি বেছে নিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাককে।
দৈনিক দেশজনতা/ টি এইচ