বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
ক্ষুদেবার্তা আদান প্রদানের অ্যাপস এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, উইচ্যাট, ইমোসহ নানা ধরনের অ্যাপস এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। মানুষ এখন ফোনে কথা বলার চেয়ে চ্যাটিং অ্যাপস ব্যবহার করতেই পছন্দ করেন বেশি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইয়াহু গ্রুপ চ্যাটের জন্য নতুন অ্যাপ ‘স্কুইরেল’ অবমুক্ত করেছে। খবর সিনেটের।
পরীক্ষামূলকভাবে বর্তমানে অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে। গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে শুধু আমন্ত্রিতরাই অ্যাপটি পরীক্ষা করে দেখার সুযোগ পাচ্ছেন।
অ্যাপটিতে মূলত গ্রুপ চ্যাটকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এ ছাড়া গ্রুপ চ্যাট ব্যবস্থাপনার নানা ফিচার আছে এতে।
গুগল প্লেতে যুক্ত করা বর্ণনা অনুযায়ী, স্কুইরেল অ্যাপটি ‘ডিসকর্ড’ ও ‘স্ল্যাক’ অ্যাপের সঙ্গে প্রতিযোগিতার জন্যই তৈরি করেছে ইয়াহু। এর বিশেষত্ব হচ্ছে প্রচলিত হোয়াটসঅ্যাপ বা উইচ্যাটের ফিচারগুলোর জায়গায় নির্দিষ্ট বিষয় ও মানুষ নিয়ে চ্যাট ‘রুম’ তৈরি করা যাবে। একটি মূল ‘রুম’ ফিচার থাকবে, যেখানে পুরো গ্রুপকে একসঙ্গে করার ও কোনো ঘোষণা দেওয়া যাবে। এছাড়া নোটিফিকেশন বন্ধ করার জন্য মিউট সুইচ থাকবে।
ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন কোম্পানি ব্যবহারের জন্য এ অ্যাপ তৈরি করেছে ইয়াহু। এতে ব্যক্তিগত গোপন চ্যাটের জন্য ‘সিক্রেট রুম’ থাকবে।
এতে প্রতিক্রিয়া জানানোর সুযোগ থাকবে। অন্যান্য অ্যাপের মতো ছবি, ডকুমেন্ট, লিংক শেয়ার করা যাবে এতে।
ইয়াহু বর্তমানে ভেরাইজনের অঙ্গপ্রতিষ্ঠান ওথের অধীনে পরিচালিত হচ্ছে। গত বছরে ৪৫০ কোটি মার্কিন ডলারে ইয়াহুকে কিনে নেয় ভেরিজন। ইয়াহু বিক্রি হওয়ার পর এটাই তাদের নতুন পণ্য।
ওথের একজন মুখপাত্র বলেছেন, ‘ওথ থেকে আমাদের সদস্যদের জন্য সব সময় সৃজনশীল উপায়ে সেবা দেওয়ার চেষ্টা করছি। প্রতিনিয়ত নতুন সেবা পরীক্ষা করছি। দৈনন্দিন কাজের উপযোগী গ্রুপ চ্যাট অ্যাপ নিয়ে কাজ হচ্ছে।’
দৈনিক দেশজনতা/ টি এইচ