২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:০০

আসুস আনছে ৮ জিবি র‌্যামের ফ্লাগশিপ ফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

৮ জিবি র‌্যামের ফ্লাগশিপ ফোন আনছে আসুস। ফোনটির মডেল জেনফোন ৫ জেড। সম্প্রতি এই ফোনটির খোঁজ গিকবেঞ্চে পাওয়া গেছে।

ফোনটিতে দ্রুতগতির কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। এর মডেল নম্বর-জেডএস৬২০কেএল।

আসুসের ফ্লাগশিপ ফোনটিতে আছে ৬.০২ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২২৪৬ পিক্সেল। এটি অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে চলবে।

৮ জিবি র‌্যাম ভার্সনের পাশাপাশি ফোনটি ৬ ও ৪ জিবি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে। ৮ জিবি র‌্যামের ফোনে থাকছে ২৫৬ জিবি রম। ৬ জিবি র‌্যাম ভার্সনের ফোনে রয়েছে ১২৮ জিবি রম। ৬৪ জিবি রমের ফোনে ব্যবহার করা হয়েছে ৪ জিবি র‌্যাম। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ থাকছে।

ব্যাকআপের জন্য এতে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ছবির জন্য আছে ১২ ও ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।

আকর্ষণীয় ডিজাইনের এই ফোনটি শিগগিরই বাজারে পাওয়া যাবে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১২, ২০১৮ ১:৩৪ অপরাহ্ণ