১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৬

মুন্সীগঞ্জে ৭৬ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের চরবাউশিয়া এলাকা থেকে ৭৬ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উল্লিখিত এলাকা থেকে (ঢাকা মেট্রো-ঘ-০২-১৩৯১) মাইক্রোবাসে তল্লাসি চালিয়ে ৭৬ কেজি গাঁজা পাওয়া গেলে গাজাসহ গাড়িটি জব্দ করি। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

পুলিশের ধারণা, তাদের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসটির চালক ও যাত্রীরা সটকে পড়ে।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১২, ২০১৮ ১:২৩ অপরাহ্ণ