২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৬

মেসির উত্তরসূরী ডেম্বেলে!

স্পোর্টস ডেস্ক:

ডেম্বেলের কারিকুরিতে মেসি এতটাই মুগ্ধ যে, তাকে নিজের সব জাদুকরী কৌশলও দীক্ষা দিচ্ছেন তিনি। মাঠে বা মাঠের বাইরে বলে কোনো কথা নেই, যেখানেই মনে করেন সতীর্থের এ জায়গায় সমস্যা আছে; সঙ্গে সঙ্গে তা সমাধান করে দেন।

বার্সা সুপারস্টার মনে করেন, ডেম্বেলের এখনও উন্নতি করার সময় আছে। সে একটু খাটলেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে। এজন্য পাসিং, ড্রিবলিং, মুভমেন্ট নিয়ে তাকে আরও কাজ করতে হবে।

ক্যারিয়ারের শুরু থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন ডেম্বেলে। বুরুসিয়া ডর্টমুন্ডে কাটান স্বপ্নের মৌসুম। তা নজর কাড়ে বার্সার। গত বছর বেশ চড়া দামেই তাকে ডেরায় ভেড়ায় কাতালানরা। তবে শুরুতে ক্লাবটির হয়ে সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। উপরন্তু ইনজুরিতে ছিটকে পড়েন।

চোট কাটিয়ে ফিরেই ধীরে ধীরে স্বরূপে ফিরছেন সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড। সেরা ছন্দে দেখা গেছে লা লিগায় সবশেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে। গোটা মাঠে দাপিয়ে বেড়িয়েছেন। করেছেন ২ গোল, সতীর্থকে দিয়ে করিয়েছে ১টি। যার নান্দনিক পারফরম্যান্সে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে অপরাজেয় যাত্রা অব্যাহত আছে সদ্য শিরোপাজয়ীদের।

এরপরই প্রশ্ন উঠেছে, তা হলে কী মেসির দীক্ষায় কাজে লেগেছে ডেম্বেলের। সত্যি কী আর্জেন্টিনা সুপারস্টারের যোগ্য উত্তরাধিকারী পেয়ে গেছে স্প্যানিশ জায়ান্টরা? অবশ্য এসবের জবাব সময় হলেই পাওয়া যাবে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১২, ২০১৮ ১:০৭ অপরাহ্ণ