১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৫

জাপানে ৫.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানের নগানো অঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.১। গ্রিনিচ মান সময় ০১:২৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে শনিবার জাপানের আবহাওয়া সংস্থা নিশ্চিত করেছে।

জাপানে প্রায়ই এ ধরনের ভূমিকম্প হয়। এজন্য পর্যাপ্ত প্রস্তুতিও নিয়ে রেখেছে জাপানিরা। ফলে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। এতে সুনামিরও কোনো সতর্ক সংকেত জারি করা হয়নি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের মধ্যাঞ্চলীয় নগানোর উত্তরে ৩৬.৬ ডিগ্রী অক্ষাংশ ও ১৩৭.৯ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১২, ২০১৮ ১:০৬ অপরাহ্ণ