১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৩

যুব ফুটবলের ফাইনালে আবাহনী

স্পোর্টস ডেস্ক:

উমর ফারুক মিঠুর শট আরামবাগের জাল কাঁপাতেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু আকাশি-হলুদ উৎসব। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবাহনীর এক চেটিয়া প্রাধান্য থাকলেও যুবাদের টুর্নামেন্টের শিরোপা এখনো যায়নি ক্লাবটিতে। সাফল্যের মুকুটে আরেকটি নতুন পালক যোগ করতে আর মাত্র একটি ম্যাচ বাকি আবাহনীর। রোববার ফরাশগঞ্জকে হারাতে পারলেই প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের শিরোপা যাবে ধানমন্ডিতে।

প্রথমে ৯০ মিনিট। পরে আরো ৩০। ১২০ মিনিটের সেমিফাইনাল থাকলো নিষ্ফলা। কোনো গোল হলো না। বিকেলের এক পশলা বৃষ্টিতে মাঠ ভিজেছে। কিছুটা পিচ্ছিলও ছিল। দুই ক্লাবেই পেলো গোলের সুযোগ। কিন্তু আবাহনী কিংবা আরামবাগ কেউ খুলতে পারলো না প্রতিপক্ষের গোলমুখ।

আরামবাগের সাগর যেন বলটি তুলে দিলেন আবাহনীর গোলরক্ষক আবুলের হাতে। তখনই শুরু আবাহনীর ডাগআউটে উৎসব। উমর ফারুক মিঠু গোল করতে পারলেই যে ফাইনালের টিকিট। মিঠু গোল করলেন। সাডেন ডেথে ৬-৫ গোলে আরামবাগকে হারিয়ে ফাইনালে উঠলো আবাহনী।

প্রকাশ :মে ১১, ২০১৮ ১০:২৭ অপরাহ্ণ