২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪৯

গৌরীপুরের অধিকাংশ রাস্তা কেটে ঠিকাদার নিরুদ্দেশ

নিজস্ব প্রতিবেদক:

গৌরীপুর উপজেলা সদরের সঙ্গে বিভিন্ন ইউনিয়নের যোগাযোগ রক্ষাকারী সড়কগুলো জাতীয় সংসদ সদস্যের প্রচেষ্টায় অর্থ বরাদ্দের ফলে পাকাকরণের কাজ শুরু হলেও ঠিকাদারদের গাফিলতির কারণে জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। টেন্ডারকৃত রাস্তাগুলো দীর্ঘদিন যাবত্ বক্স কেটে ফেলে রেখে ঠিকাদার নিরুদ্দেশ হয়ে পড়ছে। অপরদিকে গৌরীপুর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এ ব্যাপারে নির্বিকার।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বোকাইনগর ইউনিয়ন পরিষদের নাহড়া বোর্ড বাজার থেকে গৌরীপুরগামী সড়ক, রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ কেরামতিয়া মসজিদ রাস্তা, পুম্বাইল-বিশ্বনাথপুর, ইছুলিয়া-মহিশ্বরণ রাস্তা ঠিকাদাররা সেন্ডফিলিং ও ওটারবন্ড মেকাডমের জন্য প্রায় আড়াই ফুট গর্ত করে বক্স কেটে খাল বানিয়ে রেখে আর কাজ করছে না। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছে এসব এলাকার হাজার হাজার মানুষ।
বোরো মৌসুমে বাজারে ধান বিক্রি করতে না পারায় শ্রমিকদের মজুরি পরিশোধেও ব্যর্থ হচ্ছে কৃষক। সরজমিনে দেখা যায়, বোকাইনগর ইউনিয়ন পরিষদের নাহড়া বোর্ড বাজার থেকে গৌরীপুরগামী সড়কটি দীর্ঘদিন যাবত্ ঠিকাদার সেন্ডফিলিং এন্ড মেগাডম করার জন্য মাটির সড়কটি কেটে ফেলে রাখে।
বেতান্দর গ্রামের মো. জমশেদ আলী জানান, প্রায় চার মাস ধরে আমরা এ দুর্ভোগ পোহাচ্ছি।
ধান ব্যবসায়ী আবুল বাশার জানান, প্রায় চার’শ মণ ধান ক্রয় করে ফেলে রেখেছি। রাস্তা মেরামত না করায় ঘরে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।
একই অভিযোগ করেন কৃষক এনামুল হক, আব্দুল খালেক, জসিম উদ্দিন। তারা বলেন, শ্রমিকদের মজুরি দিতে পারছি না। উপজেলা সদরে যেতে হচ্ছে প্রায় ৫ কিলোমিটার ঘুরে।
এ দিকে ইউনিয়ন পরিষদের প্রধান বাজারেও পড়েছে এ প্রভাব। দূর-দূরান্ত থেকে পাইকার না যাওয়ায় ধান, শাক-সবজিসহ কৃষিপণ্য বিপণনে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
সংশয়, আতঙ্কের মাঝে রয়েছেন বেতান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোমল শিক্ষার্থীরা দুশ্চিন্তায় কাটছে তাদের দিন, এমনটাই জানালেন বেতান্দর গ্রামের আবুল কাসেম। অপরদিকে এ সড়কে চলাচলকারী শতাধিক অটোরিকশা চলাচলও বন্ধ হয়ে গেছে। উপজেলা সদরের সাথে ইউনিয়নের সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্নের পথে।
রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ কেরামতিয়া মসজিদ রাস্তার একপাশে গুজিখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্য পাশে দেওয়ানবাগী নিম্নমাধ্যমিক বিদ্যালয়। দু’টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যা সাড়ে ছয়’শ। শেষ প্রান্তে কেরামতিয়া জামে মসজিদ। যেখানে প্রতি শুক্রবার মহিলা ও পুরুষদের পৃথক জামাত অনুষ্ঠিত হয়। অংশ নেন দুই-তিন হাজার মুসুল্লি। এই মসজিদে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসুল্লি নামাজে শরীক হন।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানায়, আই.আর.আই.ডি.পি- পেইজ-২ এর অধীনে গৌরীপুর বোকাইনগর সড়কের এক হাজার ১৭৫ মিটার রাস্তা নির্মাণের জন্য ৬৫ লাখ ৩১ হাজার ৪৬৭ টাকায় ময়মনসিংহের মেসার্স শাহরিয়া এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তিবদ্ধ হন। ২০১৮ সালের ৫ জানুয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ কেরামতিয়া মসজিদ রাস্তাটির ৩’শ মিটার নির্মাণের জন্য ১৭ লাখ ৪৪ হাজার ৭৯০ টাকায় এলজিইডি’র সাথে নেত্রকোনা সুশ্রী রানী সাহা এন্টারপ্রাইজের সাথে চুক্তিবদ্ধ হয়। এটিরও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
উপজেলা প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, কাজ করার জন্য তাগাদাপত্র দেওয়া হয়েছে। অফিসিয়াল ও মৌখিকভাবে প্রায় শতবার বলার পরেও ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছে না। রাস্তা কেটে ওরা এখন পালিয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১১, ২০১৮ ১০:১৩ অপরাহ্ণ