১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৩

প্রধান বিচারপতিকে অপসারণের সিদ্ধান্ত ফিলিপাইনের

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিপাইনের প্রধান বিচারপতি মারিয়া লর্দেস সেরেনোকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট, যিনি দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি।

সরকারের কয়েকটি বিতর্কিত প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ায় ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতের বিরাগভাজন হন সেরেনো। দুর্তেতে তাকে ‘শত্রু’ বলে অভিহিত ছিলেন।

তবে দেশটির বিরোধী দলের অভিযোগ, সরকার ক্ষমতার অপব্যবহার করে সেরেনোকে অপরাসণের চেষ্টা করেছে। এমনকি সর্বোচ্চ আদালত দুর্তেতের ‘হাতের পুতুল’ হয়ে গেছে।

যদিও সেরেনাকে নিয়োগ প্রক্রিয়া লঙ্ঘন করে প্রধান বিচারপতি করা হয়েছে অভিযোগ তুলে তার বিরুদ্ধে পিটিশন করে সরকার। শুক্রবার সেই পিটিশনে ভোট হয়। এতে ৮-৬ ভোটের ব্যবধানে প্রধান বিচারপতির পদ থেকে সেরেনোকে অপসারণের সিদ্ধান্ত হয়।

এদিকে সেরেনোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের অন্য সদস্যদের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ এনে আগামী ১০ দিনের মধ্যে তাকে এর জবাব দিতেও বলা হয়েছে।

তবে সেরেনা কোনও ধরেণর অন্যায় করেননি দাবি করে অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তার মুখপাত্র।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১১, ২০১৮ ৯:৩০ অপরাহ্ণ