১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

চেন্নাই টস জিতে ব্যাটিংয়ে

স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের একমাত্র ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। জয়পুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

উভয় দলই আজ নিজেদের ১১তম ম্যাচ খেলতে মাঠে নেমেছে। চেন্নাই সুপার কিংস এর আগে দশ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে, দশ ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস।

চেন্নাই সুপার কিংস একাদশ: শেন ওয়াটসন, আম্বাতি রায়ডু, সুরেশ রায়না, স্যাম বিলিংস, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, করন শর্মা, ডেভিড উইলে, হরভজন সিং, শারদুল ঠাকুর।

রাজস্থান রয়্যালস একাদশ: অজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), প্রশান্ত চোপড়া, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, স্টুয়ার্ট বিনি, কৃষ্ণাপ্পা গৌতম, অঙ্কিত শর্মা, জফরা আর্চার, জয়দেব উনাদকাত, ইশ সোধি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১১, ২০১৮ ৯:৩২ অপরাহ্ণ