১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৫

৩৪ বছরের রেকর্ড ভাঙ্গলেন নাদাল

স্পোর্টস ডেস্ক:

মাদ্রিদ ওপেন টেনিসে পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই স্পেনের রাফায়েল নাদাল। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে নাদাল সরাসরি সেটে হারান ত্রয়োদশ বাছাই আর্জেন্টিনার দিয়েগো শুয়ার্টজম্যানকে। এই জয়ে ক্লে কোর্টে টানা ৫০ সেট জিতে ৩৪ বছরের পুরনো রেকর্ড ভাঙ্গলেন নাদাল। এর আগে ১৯৮৪ সালে ক্লে-কোর্টে টানা ৪৯ সেট জিতে রেকর্ড গড়েছিলেন আমেরিকার জন ম্যাকনরো।

ষষ্ঠবারের মত মাদ্রিদ ওপেনের শিরোপা জয়ের লক্ষ্যে টুর্নামেন্ট শুরু করেন নাদাল। সেই লক্ষ্যের পথে ভালোভাবেই রয়েছেন তিনি। শেষ আটে নিজের নাম লিখিয়েছেন নাদাল। তৃতীয় রাউন্ডে শুয়ার্টজম্যানকে ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়ে দেন নাদাল। এই ম্যাচ জিতে রেকর্ডও গড়লেন তিনি।

ক্লে-কোর্টে টানা ৫০ সেট জিতলেন নাদাল। বার্সেলোনা, মন্ট্রে কার্লো ও গেল বছর ফ্রেঞ্চ ওপেনের পর মাদ্রিদ ওপেন টুর্নামেন্ট টানা ৫০ সেট জয়ে স্বাদ নেন নাদাল। কোয়ার্টারফাইনালে নাদালের প্রতিপক্ষ পঞ্চম বাছাই অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েম।

দৈনিক দেশজনতা/ এন আর

 

প্রকাশ :মে ১১, ২০১৮ ৯:১১ অপরাহ্ণ