১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৩

ফেনীতে ৬৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ৭

ফেনী প্রতিবেদক:

ফেনীতে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ এর সদস্যরা। এ সময় সাতজন মাদক চোরাচালানিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

ফেনীস্থ র‌্যাব-৭ এর অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম পিপিএম জানায়, গোপন সংবাদে ফেনীস্থ র‌্যাব-৭ জানতে পারে- কতিপয় মাদক চোরাচালানি ধর্মপুর থেকে দুটি মাইক্রোবাসযোগে বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছে। র‌্যাব বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করে। এ সময় ৬৮৮ বোতল ফেনসিডিলসহ দুটি মাইক্রোবাস জব্দ করা হয়।

ঘটনায় জড়িত সবুজ হাওলাদার, আবুল কালাম, সোহেল দেওয়ান, মো. উজ্জ্বল হোসেন, আরিফ হোসেন, আক্তার হোসেন ও দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।

উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক দাম ৬ লাখ ৮৮ হাজার টাকা।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ১১, ২০১৮ ৮:৫৭ অপরাহ্ণ