নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) ও টেমাসেক ফাউন্ডেশন আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ শেষে গতরাতে দেশে ফিরেছেন।
স্পিকার গত ৭-৯ মে সিঙ্গাপুরে অনুষ্ঠিত রাজারত্মম স্কুল অব ইনটারন্যাশনাল স্টাডিজ, ডব্লিউটিও সেক্রেটারিয়েট এবং সেন্টার ফর মাল্টিলেটারিজম আয়োজিত “সংসদ সদস্যদের জন্য আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কর্মশালা-২০১৮” এ অংশগ্রহণ করেন।
স্পিকারকে স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন। বাসস।
দৈনিক দেশজনতা/এন আর