আন্তর্জাতিক ডেস্ক:
কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে ১৫০ কিলোমিটার উত্তরে রিফট ভ্যালি এলাকায় গভীর রাতে ভারি বৃষ্টিপাতের কারণে গ্রামরক্ষা বাঁধ ভেঙে ৪৯ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন অনেকেই।
বুধবার (৯ মে) গভীর রাতে রিফট ভ্যালি এলাকায় গ্রামরক্ষা বাঁধ ভেঙে পুরো গ্রামে দ্রুতই পানি ঢুকে যায়। এতে ঘুমন্তরা সরে যেতে পারেনি। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যাবস্থপনা কর্তৃপক্ষের মুখপাত্র পিউস মাসাই বলেছেন, ‘ঘটনার পরই অনুসন্ধানে নেমে দেখো গেছে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কার্যক্রম এখনো অব্যাহত আছে।’
‘নিখোঁজদের উদ্ধারে আমরা বিভিন্ন পরিবারের লোকজনের মাধ্যমে তাদের স্বজনদের খোঁজ নিচ্ছি।’ যোগ করেন তিনি।
দৈনিক দেশজনতা/এন আর