১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫২

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৬

ময়মনসিংহ প্রতিবেদক: 
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনি বাসস্ট্যান্ড এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ জন নিহত ও একজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। অজ্ঞাত পরিচয় (১৭) বছরের আহত যুবককে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, হালুয়াঘাট থেকে ইমাম পরিবহনের বাস ও ময়মনসিংহ থেকে ফুলপুরগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে উদ্ধার কাজে সহায়তা করছেন।
 দৈনিক দেশজনতা/এন আর
প্রকাশ :মে ১১, ২০১৮ ৪:৩৩ অপরাহ্ণ