১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৩

লক্ষ্মীপুরে অভিযান: সাত মাদকসেবীর কারাদণ্ড

লক্ষ্মীপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে মদের পাট্টায় অভিযান চালিয়েছে র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত। এসময় লাইসেন্স বিহীন মাদক সেবনের দায়ে সাত মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে তাদের কাছে অবৈধভাবে মদ বিক্রির দায়ে পাট্টা মালিক কিশোর কুমার দত্তকে ১০ হাজার টাকা ও ওমান প্রবাসী এক ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পৌর শহরের উত্তর তেমুহনী এলাকায় অবস্থিত মদের পাট্টায় অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটকের পর এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান। এসময় উপস্থিত ছিলেন র‌্যাবের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা, সহকারী পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১১, ২০১৮ ১২:৫৫ অপরাহ্ণ