১৪ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:১১

মুন্সিগঞ্জে র‌্যাবের অভিযানে বিদেশি মদসহ আটক ১

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জে জেলার লৌহজংয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা অভিযান চালিয়ে ২২ বোতল বিদেশি মদসহ অপু ব্লেইস রোজারিও (২৪) নামে এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানায় র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মাওয়া বাজারস্থ দক্ষিণ মেদিনী মণ্ডল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক অপু ব্লেইস রোজারিও ঢাকা জেলার সাভার থানার কমলাপুর মধ্যপাড়া (টেকবাড়ী) গ্রামের মৃত সলমন রোজারিওর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার, সহকারী পরিচালক নাহিদ হাসান জনি জানান, জব্দ করা ২২ বোতল বিদেশি মদের আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা।

আসামির বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১১, ২০১৮ ১:০১ অপরাহ্ণ