স্পোর্টস ডেস্ক:
এখনও পর্যন্ত বার দুয়েক আইপিএলের সেরার তকমা কেকেআর পেলেও ‘ফাইনাল ফ্রন্টিয়ার’ অতিক্রম করতে খুব বেশি সফল কখনোই হয়নি তারা। এই ‘ফাইনাল ফ্রন্টিয়ার’ হল মুম্বাই বিজয়। কেকেআরের মালিক শাহরুখের কাছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচই সব থেকে গুরুত্বপূর্ণ। মুম্বাইয়ের বিরুদ্ধে হারলে কিছুটা বেশিই ব্যথা পান তিনি।
এবারও তার ব্যতিক্রম হলো না। রবিবার মুম্বাইয়ে গিয়ে অল্পের জন্য হেরেছিল কেকেআর, কিন্তু বুধবারের হারটা যেন শাহরুখের কাছে হজম করাই কঠিন। মুম্বাইয়ের সামনে দাঁড়াতেই পারেনি নাইট ব্রিগেড। নাইটদের এই অসহায় আত্মসমর্পণে শাহরুখ কতটা ব্যথিত হয়েছিলেন সেটা তাকে ইডেনের গ্যালারিতেই দেখে বোঝা গিয়েছে। তাই ম্যাচ শেষে নিজের দুঃখ আর চেপে রাখতে পারেননি তিনি।
দলের শোচনীয় হারে ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থনা করে টুইট করেন বাদশাহ। এখন দেখার দলের মালিকের এই ‘অপমানিত’ হওয়ার জবাব তার নাইটরা দিতে পারে কি না।
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

