নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে সকাল থেকে পরবর্তী ৭-৮ ঘণ্টা পর্যন্ত কালবৈশাখীর সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। এদিকে, রাজধানীতে আজ সকাল ১১টা থেকেই ঝড়ছে বৃষ্টি। সকাল সাড়ে ১০টা থেকে পরবর্তী সময়ের জন্য এ সতর্কবার্তা জারি করে আবহাওয়া অফিস।
সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
দৈনিকদেশজনতা/ আই সি