১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:০৬

ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

শুক্রবার রাত থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সাতক্ষীরায়। ৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এ জেলায়।  এছাড়া নেত্রকোনায় ৩৩ মিলিমিটার, ময়মনসিংহে ২৩, রংপুরে ২০, টাঙ্গাইল আর নীলফামারীর ডিমলায় ১০, কক্সবাজারে ৮, সিলেটে ৭, রাজারহাট ও দিনাজপুরে ৫, যশোর ও তেতুলিয়ায় ৪, চুয়াডাঙ্গায় ৩, সৈয়দপুরে ২, কুমারখালি,  বদলগাছি ও ঈশ্বরদীতে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।  এছাড়া, ঢাকা, ফরিদপুর,  গোপালগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, রাজশাহী, বগুড়া, মোংলা, পটুয়াখালী, খেপুপাড়া, ভোলায় সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘এই মৌসুমে এ ধরনের আবহাওয়া স্বাভাবিক। সারাদেশের আবহাওয়া এমনই। বিকালেও কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আগামীকাল আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে।’

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়,  খুলনা,  বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায়  অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  দিনের তাপমাত্রা কমতে পারে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে৷

প্রকাশ :মার্চ ৭, ২০২০ ৪:১৮ অপরাহ্ণ