১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৬

ময়মনসিংহে পৌর কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা সাদেকুর রহমান সাদেককে(৩৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার কাজিয়াকান্দা এলাকার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলনের সঙ্গে দীর্ঘদিন ওয়ার্ড কাউন্সিল সাদিকের বিরোধ চলে আসছিল। সেই জেরধরেই মিলনের লোকজন খাদ্য গুদামের সামনে সাদিকের উপর অতর্কিত হামলা করে। সাদিকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সাদিককে মৃত ঘোষণা করেন।

ফুলপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মাহবুব আলম এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনটি পূর্বশত্রুতার জেরধরেই হয়েছে। পুলিশ পাঠিয়ে সাদিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা হয়নি। জড়িতদের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে। বিস্তারিত আরও পরে জানাবেন বলেও পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।

দৈনিক দেশজনতা /এন আর  

প্রকাশ :মে ৯, ২০১৮ ১০:০৪ অপরাহ্ণ