১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০২

গাজীপুরের মতো খুলনার নির্বাচনও বন্ধের পাঁয়তারা করছে সরকার : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

সরকার গাজীপুরের মতো খুলনা সিটি নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচন বন্ধ করতেই নির্বাচন কমিশনে আওয়ামী লীগ অভিযোগ দায়ের করেছে।

আজ সন্ধ্যায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির জাতীয় স্থায়ী কমিটির এ বৈঠক শেষে বিএনপি মহাসিচব একথা বলেন।

এদিকে, আজ বিকেল পৌনে ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাকক্ষে আওয়ামী লীগের এক প্রতিনিধিদলের বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠক শেষে সন্ধ্যা ৬টার দিকে এইচ টি ইমাম সাংবাদিকদের বলেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুস আলী পক্ষপাতদুষ্ট। তিনি অতীতে একটি বিশেষ দলের সঙ্গে ছিলেন এবং সংবিধান বিরোধী মনোভাব পোষণ করেন। মূলত এসব কথা বলতেই তারা নির্বাচন কমিশনে এসেছিলেন।

এইচ টি ইমামের বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় এ মন্তব্য করেন

দৈনিক দেশজনতা /এন আর  

প্রকাশ :মে ৯, ২০১৮ ৯:৫৮ অপরাহ্ণ