১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৫

কিশোরগঞ্জে ইমাম হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিবেদক:

কিশোরগঞ্জে চাঞ্চল্যকর মেরাজ উদ্দিন মুন্সী হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবনসহ ২১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু তাহের এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ২৪শে মার্চ সকালে কটিয়াদী উপজেলার সূতিনকলা গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মারা যান স্থানীয় একটি মসজিদের ইমাম মেরাজ উদ্দিন মুন্সী।

এ ঘটনায় নিহতের বড় ভাই আবু বকর বাদী হয়ে ৩১ জনকে আসামি করে কটিয়াদী থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ২০০২ সালের ২২শে নভেম্বর আদালতে ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে, মামলার ১১ আসামিকে যাবজ্জীবন এবং ১০ জনকে ৩ বছর করে কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি অভিযোগ প্রমাণ না হওয়ায় ৮ জনকে বেকসুর খালাস দেন বিচারক।

এছাড়া, বিচারকালীন ৫ আসামির মৃত্যু হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

দৈনিক দেশজনতা /এন আর  

প্রকাশ :মে ৯, ২০১৮ ৯:১০ অপরাহ্ণ