২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৩৭

আহত ব্যক্তি পরিবহনে যেসব বিষয় খেয়াল রাখা উচিৎ

প্রাথমিক চিকিৎসা প্রদানের পর রোগীকে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে না নিলে রোগীর অনেক ক্ষতি হতে পারেএমনকি রোগী মারাও যেতে পারে। এজন্য আহত বা অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেয়ার হাতের কাছে ব্যবস্থা রাখতে হবে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রোগীকে হাসপাতালে নেওয়া প্রাথমিক চিকিৎসকের একটি দায়িত্ব। পরিবহনের একটি অন্যতম উদ্দেশ্য হল অসুস্থ বা আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে সময়মত হাসপাতালে স্থান্তান্তর করা। পরিবহনের জন্য কখনো স্ট্রেচার আবার কখনো বিকল্প ব্যবহারের প্রয়োজন হতে পারে।

পরিবহনের পূর্ব প্রস্তুতি

  • পদ্ধতি ও কৌশল
  • পরিবহনের সহায়ক উপকরণ ঘটনাস্থলে আছে কি না তা দেখতে হবে
  • প্রাথমিক প্রতিবিধানকারীর সংখ্যা
  • আঘাতের প্রকার ও গুরুত্ব
  • গুরুত্ব অনুসারে হাসপাতালে স্থানান্তর।

উত্তোলনের সময় বিবেচ্য বিষয়সমূহ

  • উত্তোলনকারীর শারীরিক সক্ষমতা
  • মেরুদণ্ড সোজা রেখে উত্তোলন করা
  • উত্তোলনের সময় সম্পূর্ণ হাত ব্যবহার করতে হবে।
  • অন্তত একটি পায়ের আঙ্গুল বা অগ্রভাগ (Toe) এর উপর রাখতে হবে
  • যতটা সম্ভব অসুস্থ ব্যক্তির কাছাকাছি থাকতে হবে

পরিবহন কালে লক্ষণীয়

  • নাড়ি স্পন্দন স্বাভাবিক কি না
  • ব্যক্তির শ্বাস-প্রশ্বাস চলছে কি না
  • শকের মাত্রা বাড়ছে কি না
  • রক্তপাত হচ্ছে কি না
  • পরিবহনের সময় ব্যক্তি আরামদায়ক অবস্থায় আছে কি না।

পরিবহনের বিভিন্ন পদ্ধতি

  • মানব ক্রাচ (Human Crutch)
  • কোলে করে
  • পিঠে করে
  • কাঁধে করে (Fire Man’s Lift)
  • স্ট্রেচার (Streatcher)
  • বিকল্প স্ট্রেচার (চেয়ারকম্বলবাঁশবস্তারশি ইত্যাদি)
  • তিনজনের পরিবহন
  • দুইজনে পরিবহন
  • হাতে তৈরি আসন (চার হাততিন হাত)
প্রকাশ :মে ৯, ২০১৮ ৯:০৫ অপরাহ্ণ