১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

রাজধানীতে বন্দুকযুদ্ধে নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর আফতাব নগরে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাফায়েত (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। বাড্ডা থানার এসআই শহিদুল ইসলাম গুলিবিদ্ধ অবস্থায় ভোর ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শাফায়েত নিহতের ঘটনার সঙ্গে বাড্ডার বাবু হত্যাকাণ্ডের কোন যোগসূত্র আছে কিনা তা জানাতে পারেননি শহিদুল।  ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাত ৯টার দিকে রাজধানীর দক্ষিণ বাড্ডায় আব্দুর রাজ্জাক ওরফে বাবু (৩০) নামের এক ডিশ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে ৩ দুর্বৃত্ত। পালিয়ে পাওয়ার সময় জনতা তাদের ধাওয়া দিলে মোটরসাইকেল থেকে পড়ে যায় তারা। পরে তারা মধ্য বাড্ডার একটি ভবনে ঢুকে পড়ে। এরপর ওই বাসায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তিনজনকে অস্ত্রসহ আটক করে। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন জানায়, তাদের সঙ্গে আরও কয়েকজন সহযোগী ছিল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১০, ২০১৮ ৯:৪৩ পূর্বাহ্ণ