ক্রীড়া প্রতিবেদক:
টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ।
জ্যাক বলের করা সপ্তম ওভারের শেষ বলে স্কয়ার লেগে ক্যাচ দেন সৌম্য সরকার। বল তালুবন্দি করেও ছেড়ে দেন মঈন আলী। ১১ রানে দ্বিতীয় জীবন পান সৌম্য।১২তম ওভারে বোলিংয়ে এসে ইংল্যান্ডকে সাফল্য এনে দিলেন বেন স্টোকস। তার করা অফস্ট্যাম্পের বাইরের বলে আপার কাট করতে গিয়ে ডিপ কভারে ক্যাচ দেন সৌম্য সরকার। ৩৪ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৮ রান করেন সৌম্য। ১১ রানে জীবন পাওয়া এ ব্যাটসম্যান দ্বিতীয় সুযোগেও নিজের ইনিংসকে বড় করতে পারেননি।
সৌম্য সরকার আউট হওয়ার পর তামিমকে সঙ্গে নিয়ে ৩৯ রানের জুটি গড়েছিলেন ইমরুল কায়েস। দারুণ ব্যাটিং করছিলেন দুই বাঁহাতি ব্যাটসম্যান। ২০তম ওভারে এ জুটি ভাঙেন লিয়াম প্ল্যাঙ্কেট। ডাউন দ্যা উইকেটে এসে মিড অফে ক্যাচ দেন ১৯ রান করা ইমরুল। বাম দিকে ঝাঁপিয়ে বল তালুবন্দি করেন উড।
তীয় উইকেট জুটিতে শতরান যোগ করেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ইংলিশ বোলারদের কড়া শাসন করছেন দুই ব্যাটসম্যান। ৩৭তম ওভারের শেষ বলে ১ রান নিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছায় তাদের জুটির রান।ওয়ানডে ক্যারিয়ারের নবম শতক তুলে নিলেন তামিম ইকবাল। ইংল্যান্ডের বিপক্ষে এটি তার দ্বিতীয় শতক। চ্যাম্পিয়নস লিগে এটি দ্বিতীয় কোনো বাংলাদেশি ক্রিকেটারের শতক। ১২৪ বলে ১১ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তামিম।
তামিমের ফিরে যাবার পরের বলেই সাজঘরের পথ ধরেন মুশফিকুর রহিম। প্লাঙ্কেটের বলে উঠিয়ে মারতে গিয়ে লং অফে ক্যাচ দেন ৭২ বলে ৭৯ রান করা উইকেট রক্ষক ব্যাটসম্যান।জেক বলের বলে উড়েয়ে মারতে গিয়ে লং অনে স্টোকসের হাতে ক্যাচ দেন সাকিব আল হাসান। ১০ রানে সাজঘরে ফিরেন সাকিব। সাব্বির ইনিংসের শেষ ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেন প্লাঙ্কেটের বলে। ১৫ বলে ৩ বাউন্ডারিতে ২৪ রান করেন সাব্বির।
সেঞ্চুরিয়ান তামিম ও হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া মুশফিকুর রহিম দ্রুত ফিরে যাওয়ায় শেষ দিকে রান পায়নি বাংলাদেশ।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩০৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৩০৬ রান।
দৈনিক দেশজনতা/এন আর