নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারের সব ধরনের সেবার বিপরিতে ভ্যাট অব্যাহতি দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাবের সময় একথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এছাড়া পুঁজিবাজারের মার্জিন ঋণ ও সুদ (১০ লাখ টাকা পর্যন্ত) মওকুফজনিত সুবিধার করযোগ্যতা থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীকে অব্যাহতি দেয়া হয়েছে।
আবুল মাল আব্দুল মুহিত বলেন, পুঁজিবাজারকে গতিশীল করতে কাজ করছে সরকার। পুঁজিবাজারের উন্নয়নে বিগত কয়েক বছরে অনেক সংস্কার হয়েছে। সংস্কারের সুফল পেতে শুরু করেছে বিনিয়োগকারীসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেইকহোল্ডাররা। বাজারকে আরো গতিশীল করতে পুঁজিবাজারে সেবার সব ধরনের ফিতে ভ্যাট অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এদিকে স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, প্রতি বছর ব্রোকার ও ডিলারদের লাইসেন্স নবায়ন, সিডিবিএল ফি, মার্চেন্ট ব্যাংকারদের বার্ষিক ফি, ট্রেড নবায়ন, বিক্রয় প্রতিনিধিদের ট্রেড সার্টিফিক্যাট (টিসি) এবং প্রতি পাঁচ বছর পর অনুমোধিত প্রতিনিধিদের লাইসেন্স নবায়ন করতে হয়। এর সাথে ভ্যাট সম্পৃক্ত আছে। এগুলো থেকে ভ্যাট অব্যাহদি দেয়া হয়েছে।
দৈনিক দেশজনতা/এন আর