১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৭

প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেট এবং ২০১৬-১৭ সালের সংশোধিত বাজেট অনুমোদন করেছেন।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উত্থাপনের আগে তিনি অনুমোদন দেন। রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভবনে তার অফিসে এ বাজেট অনুমোদন করেন।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, অর্থনৈতিক বিভাগের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতি সংসদ ভবনে উপস্থিত হলে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।

প্রসঙ্গত, ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ১, ২০১৭ ৭:৪৮ অপরাহ্ণ